ওয়াকি-টকি ও পেজারগুলোতে আগেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল: লেবানন
(last modified Fri, 20 Sep 2024 10:44:09 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১৬:৪৪ Asia/Dhaka
  • যোগাযোগ যন্ত্রের ব্যাটারির একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত লেবাননের সেনাবাহিনী
    যোগাযোগ যন্ত্রের ব্যাটারির একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত লেবাননের সেনাবাহিনী

লেবাননে সম্প্রতি পরপর দু’দিন যেসব টেলিযোগযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে সেগুলো দেশটিতে প্রবেশ করার আগে বিস্ফোরক বসিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে বৈরুত। জাতিসংঘের লেবানন মিশন প্রাথমিক এ তদন্তের ফলাফল ঘোষণা করেছে।

গত মঙ্গলবার ও বুধবার লেবাননজুড়ে প্রায় একই সময়ে হাজার হাজার পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ও তিন হাজারের বেশি লোক আহত হয়। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য বিদেশ থেকে কিনে আনা এসব ওয়াকি-টকি ও পেজার পরপর দু’দিন প্রায় একই সময়ে বিস্ফোরিত হয়।

জাতিসংঘের লেবানন মিশন এক বিবৃতিতে বলেছে, লেবাননে প্রবেশের আগে ওয়াকি-টকি ও পেজারগুলোতে বিস্ফোরক দ্রব্য পাতিয়ে রাখা হয়েছিল এবং ওই ডিভাইসগুলোতে একসঙ্গে একটি ইমেইল পাঠিয়ে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়।

এই সন্ত্রাসী হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে বিবৃতিতে বলা হয়, পাশবিকতার দিক দিয়ে এটি ছিল ইতিহাসে নজিরবিহীন এবং গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে যুদ্ধ বন্ধ করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এই হামলার মাধ্যমে তাকে বিপদগ্রস্ত করে তোলা হয়েছে।

আজ (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে যে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে, বিবৃতিতে সেখানে ইসরাইলি এই নাশকতামূলক হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের এই জরুরি বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিব বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ