জার্মান ও অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে তলব করল ইরান
(last modified 2024-10-04T08:46:28+00:00 )
অক্টোবর ০৪, ২০২৪ ১৪:৪৬ Asia/Dhaka
  • জার্মান ও অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানি এবং অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। ইহুদিবাদী ইসরাইলে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর পর এই দুই দেশের প্রতিক্রিয়ার প্রতিবাদ জানাতে দুই রাষ্ট্রদূতকে তলব করা হয়

তেহরানে জার্মানির রাষ্ট্রদূত মার্কাস পটজেল এবং অস্ট্রিয়ার দূত উলফগ্যাং ডিয়েট্রিচ হেইমকে গতকাল (বৃহস্পতিবার) মন্ত্রণালয় আলাদাভাবে ডেকে অপারেশন ট্রু প্রমিজ-টু’র বিষয়ে তাদের নিজ নিজ দেশের "অগ্রহণযোগ্য পদক্ষেপের" প্রতিবাদ জানায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক মাজিদ নিলি আহমেদাবাদি দুই রাষ্ট্রদূতকে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নিজস্ব নিরাপত্তা রক্ষার জন্য সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জোর দিয়ে বলেন, “ইরানের সশস্ত্র বাহিনীর পদক্ষেপ বৈধ প্রতিরক্ষা নীতির সাথে সঙ্গতিপূর্ণ যা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ নিশ্চিত করেছে। দুই মাসের আত্মসংযমের পরে আঞ্চলিক টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য এটি করা হয়েছে।” 

নিলি আহমেদাবাদি ইহুদিবাদী ইসরাইলের প্রতি কিছু ইউরোপীয় দেশের সমর্থনমূলক অবস্থানেরও নিন্দা করেন।

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে, ইউরোপীয় পক্ষগুলো যদি ইসরাইলের বর্বরতার প্রতিবাদে আর্থিক ও সামরিক সহায়তা ছিন্ন করাসহ কার্যকর এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করত, তাহলে তারা সময়মতো ইসরাইলি শাসকদের হত্যার মেশিন এবং গণহত্যা বন্ধ করত এবং আমরা আজ এই ধরনের ট্র্যাজেডি দেখতাম না।" 

জার্মান এবং অস্ট্রিয়ার রাষ্ট্রদূতরা বলেছেন, তারা নিজ নিজ দেশকে ইরানের প্রতিবাদের কথা জানাবেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪

ট্যাগ