পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ঘোষণা
ইরান শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা উপত্যকা এবং লেবাননে শান্তি প্রতিষ্ঠায় জন্য কাজ করছে তবে যুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
গতকাল (রোববার) ইরাকে রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আরাকচি। লেবানন, সিরিয়া, সৌদি আরব ও কাতার সফর শেষে তিনি ইরাকে যান।
সংবাদ সম্মেলনে ইরানি পরাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না তবে আমরা যুদ্ধ চায় না বরং গাজা ও লেবাননে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি।”
তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তেজনার বিস্তার কিংবা সংঘাত ও যুদ্ধ চায় না। তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যেভাবে প্রস্তুত আছি শান্তি প্রতিষ্ঠার জন্য।”
বাগদাদ সফরের সময় ইরাকি কর্মকর্তাদের সাথে তার আলোচনাকে অত্যন্ত ভালো আলোচনা বলে উল্লেখ করেন আরাকচি। মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ‘সমূহ সম্ভাবনা’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতির মূল কারণ হলো ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এ মুহূর্তে খুবই মারাত্মক পরিস্থিতির মুখোমুখি এবং বৃহত্তর যুদ্ধের বিরাট আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আঞ্চলিক যুদ্ধের বিরোধিতা করে যা ইরান পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ইরান পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেয়ার মধ্য দিয়ে ইরাকের আকাশসীমা ব্যবহারের কূটকৌশল সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যেকোনো যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তিকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪