লেবাননে পৌর ভবনে বৈঠক চলাকালে ইসরাইলি হামলা; মেয়রসহ নিহত ৬
https://parstoday.ir/bn/news/event-i142720
লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এই হামলায় শহরের মেয়র আহমাদ কাহিলসহ ছয় জন শহীদ ও ৪৩ জন আহত হয়েছে। পৌর ভবনের পাশাপাশি আরও কয়েকটি সরকারি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১৬, ২০২৪ ১৯:২০ Asia/Dhaka
  • নাবাতিয়ের বিভিন্ন ভবনে আজকের ইসরাইলি হামলা
    নাবাতিয়ের বিভিন্ন ভবনে আজকের ইসরাইলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এই হামলায় শহরের মেয়র আহমাদ কাহিলসহ ছয় জন শহীদ ও ৪৩ জন আহত হয়েছে। পৌর ভবনের পাশাপাশি আরও কয়েকটি সরকারি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের খবরের সত্যতা স্বীকার করেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমানগুলো আজ নাবাতিয়ে ও এর আশপাশের বেশ কয়েকটি শহরে অন্তত ১১টি হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পাশাপাশি সম্পদের ক্ষতিসাধন হয়েছে।

ওই সব এলাকায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, নাবাতিয়ে শহরের সেবা ও সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভা পরিষদের বৈঠক চলছিল। বৈঠক চলাকালেই ইসরাইল ইচ্ছা করে এই ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

একজন প্রত্যক্ষদর্শী হামলার বর্ণনা দিতে গিয়ে একে ‘উন্মত্ত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান,  মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত নয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানান তিনি।

লেবাননে গত কয়েক সপ্তাহের ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।