ইসরাইল কোনোরকম ভুল করলে ট্রু-প্রমিজ ৩ দেখতে পাবে: তেহরানের জুমার খতিব
(last modified Fri, 25 Oct 2024 12:42:44 GMT )
অক্টোবর ২৫, ২০২৪ ১৮:৪২ Asia/Dhaka
  • হোজ্জাত-উল-ইসলাম ওয়াল-মুসলিম আহমাদ খাতামি
    হোজ্জাত-উল-ইসলাম ওয়াল-মুসলিম আহমাদ খাতামি

পার্সটুডে: তেহরানের জুমার নামাজের ইমাম ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করে বলেছেন: ইসরাইল যদি কোনো ভুল করে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ট্রু-প্রমিজ ৩ এর মাধ্যমে তাদের গুঁড়িয়ে দেবে।

বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিশিষ্ট আলেম সাইয়্যেদ আহমাদ খাতামি ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ প্রতিরক্ষা সক্ষমতার প্রতি ইঙ্গিত করে জুমার খুতবায় একথা বলেন। তিনি আরও বলেন: ইরান এখন এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সরকার। ইরানের দিকে আড় চোখে তাকানোর সাহসও শত্রুদের নেই, ইরানের মাটি দখল করা তো দূরেরই কথা।

তেহরানের জুমার নামাজের খতিব প্রতিরোধ শক্তির ২ বীর শহীদ ইয়াহিয়া সানোয়ার  এবং শহীদ হাশিম সাফিউদ্দীনের সাহসিকতার কথা সগর্বে উল্লেখ করেন।

হোজ্জাত-উল-ইসলাম ওয়াল-মুসলিম আহমাদ খাতামি বু-মূসা, তুনব-ই-বোজোর্গ এবং তুনব-ই-কুচাক-এই তিনটি দ্বীপের ওপর ইরানের নিঃশর্ত মালিকানার ওপর জোর দেন। তিনি বলেন: প্রত্যেকেরই জানা উচিত যে এই তিনটি দ্বীপ ইরানের সম্পত্তি ছিল, আছে এবং থাকবে।

তিন ইরানী দ্বীপের মালিকানা নিয়ে যারা বারবার দাবি করছে তাদের সঙ্গে কয়েকটি ইউরোপের দেশের সমর্থনের ব্যাপারেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন: আজ একটি শক্তিশালী ইরান প্রতিরোধ ফ্রন্টের সমর্থক। ওই তিন দ্বীপ ইস্যু ইহুদিবাদী ইসরাইলের স্বার্থকেই সমর্থন করার শামিল বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ