বিবিসি’র বিরুদ্ধে ১০১ জন কর্মীর পক্ষপাতিত্বের অভিযোগ
(last modified Sat, 02 Nov 2024 13:40:59 GMT )
নভেম্বর ০২, ২০২৪ ১৯:৪০ Asia/Dhaka
  • বিবিসি’র বিরুদ্ধে ১০১ জন কর্মীর পক্ষপাতিত্বের অভিযোগ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে সে বিষয়ে খবর সংগ্রহ ও প্রচারের বিষয়ে ব্রিটেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ১০১ জন কর্মী। এসব খবরের মাধ্যমে বিবিসি মূলত দখলদার ইসরাইলের পক্ষে কাজ করে চলেছে। 

এ বিষয়ে গণমাধ্যম শিল্পের ২৩০ জন সদস্য স্বাক্ষরিত একটি চিঠি বিবিসি’র মহাপরিচালক টিম ডেইভিকে দেয়া হয়েছে। এর মধ্যে বিবিসি’র ১০১ জন সংবাদ কর্মী রয়েছেন যারা নাম প্রকাশ করতে চাননি। চিঠিতে তারা মহা পরিচালকের কাছে গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভুলতা এবং পক্ষপাতহীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। 

এই চিঠিতে সই করেছেন ব্রিটিশ রাজনীতিক সাইয়েদা ওয়ার্সি এবং অভিনেতা জুলিয়েট স্টিভেনসন। ভয়-ভীতি ও আনুকুল্য ছাড়াই‌ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সম্পাদকীয় নীতি অনুসরণ করতে এই চিঠিতে আহ্বান জানানো হয়েছে। 

গত সেপ্টেম্বর মাসে ব্রিটেনের কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করেন সাইয়েদা ওয়ার্সি। সে সময় তিনি বলেছিলেন, দলটি সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে।

এই চিঠিতে সই করা বিবিসির একজন কর্মী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে জানিয়েছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ সম্পর্কিত খবর সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে ইসরাইলের প্রতি পক্ষপাতিত্বের কারণে অনেক সাংবাদিক চাকরি ছেড়ে চলে গেছেন। এছাড়া, বিবিসির অনেক কর্মী সংবাদ পরিবেশনের স্বচ্ছতার ধরণ দেখে মর্মাহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২

ট্যাগ