ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের উপর ৫০টি দেশের চাপ
(last modified Mon, 04 Nov 2024 09:33:09 GMT )
নভেম্বর ০৪, ২০২৪ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের উপর ৫০টি দেশের চাপ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের জন্য দখলদার সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার জন্য জাতিসংঘের প্রতি বিশ্বের ৫০টিরও বেশি দেশ চাপ সৃষ্টি করেছে। 

গতকাল (রোববার) এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের ৫২টি দেশ ও দুটি সংস্থার স্বাক্ষর-সম্বলিত একটি চিঠি জাতিসংঘে জমা দেয়া হয়েছে যাতে ইসরাইলে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইসরাইলে অস্ত্র রপ্তানিকারী দেশগুলোকে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমরা ইসরাইলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার জন্য সমস্ত দেশকে আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি লিখেছি। আমরা ৫৪ জন স্বাক্ষরকারী এই চিঠিটি পহেলা নভেম্বর জাতিসংঘে পৌঁছে দিয়েছি। জিবুতিতে এক সংবাদ সম্মেলনে হাকান ফিদান এসব কথা বলেন। সেখানে তুরস্ক-আফ্রিকা অংশীদারিত্ব বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেন হাকান ফিদান।

তুরস্কের শীর্ষ কূটনীতিক বলেন, আমাদের অবশ্যই প্রতিটি সুযোগে একথা বলতে হবে যে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে তাদের গণহত্যায় অংশ নেয়া।#

 পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪

ট্যাগ