প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবশ্যম্ভাবী: ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Thu, 07 Nov 2024 11:24:56 GMT )
নভেম্বর ০৭, ২০২৪ ১৭:২৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ আলী খামেনেয়ী
    সাইয়্যেদ আলী খামেনেয়ী

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, লেবানন, গাজা ও ফিলিস্তিনে শক্তিমত্তার সঙ্গে যে সংগ্রাম ও প্রচেষ্টা চলছে তাতে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের বিজয় আসবে।

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা আজ (বৃহস্পতিবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেন, বর্তমান সময়ের মহান ও অপ্রতিরোধ্য মুজাহিদ জনাব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের চেহলাম অতিক্রান্ত হলো। আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শহীদ হানিয়া, শহীদ সাফিউদ্দিন, শহীদ ইব্রাহিম সিনওয়ার, শহীদ নীলফরুশান এবং প্রতিরোধ সংগ্রামের অন্য শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাই। তারা পবিত্র ইসলাম ধর্ম এবং প্রতিরোধ ফ্রন্টের সম্মান ও শক্তি বহু গুণ বৃদ্ধি করেছে।

হিজবুল্লাহর শহীদ নেতা হাসান নাসরুল্লাহর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রিয় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদদের উচ্চ মর্যাদা লাভ করেছেন এবং তিনি যা চেয়েছিলেন তা অর্জন করেছেন। তবে তিনি এখানে একটি স্থায়ী স্মৃতিও রেখে গেছেন, আর তাহলো হিজবুল্লাহ।

আয়াতুল্লাহ খামেনেয়ী ইসরাইলকে পরাজিত পক্ষ হিসেবে তুলে ধরে বলেন, ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশ্য ছিল হামাসকে নির্মূল করা। তারা হামাসের নেতাদের শহীদ করছে, তারা ভেবেছে হামাস শেষ হয়ে গেছে। কিন্তু হামাস এখনও যুদ্ধ করছে। এর মানে হলো ইহুদিবাদী ইসরাইলের পরাজয়।  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।