আরও বেশি অপমানিত হতে না চইলে জিহাদে যোগ দিন
গাজার সমর্থনে জিহাদে যোগ দেয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের
মুসলিম জাতিগুলোকে সেনাবাহিনী গঠন করে শত্রুদের বিরুদ্ধে জিহাদে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, মুসলিম জাতিগুলোকে পরাভূত করে রাখার যে ষড়যন্ত্র আমেরিকা-ইসরাইল করছে তা থেকে বের হওয়ার অন্য কোনো বিকল্প নেই।
হুথি নেতা আব্দুল-মালেক আল-হুথি বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, মুসলিম ও আরব দেশগুলো যদি কুরআনে বর্ণিত জিহাদের পথ অবলম্বন করত তাহলে তারা ফিলিস্তিনি ভূখণ্ডসহ গোটা অঞ্চলকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত রাখতে পারত।
আনসারুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকার সমর্থনে আরব ও মুসলিম নেতাদের ফাঁপা বুলি, বিবৃতি ও শীর্ষ সম্মেলনগুলো এখন পর্যন্ত ‘ব্যর্থতা’ ছাড়া আর কিছু বয়ে আনেনি।
তিনি জোর দিয়ে বলেন, মানুষকে ভয় থেকে মুক্ত করতে এবং কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে মুসলিম উম্মাহকে স্বাধীন করার জন্য ধর্মীয় বিশ্বাস-চালিত পদক্ষেপ বা জিহাদ প্রয়োজন। আল-হুথি বলেন, শুধু গাজা উপত্যকার চলমান গণহত্যায় নয় বরং বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান ও মিশরে ইহুদিবাদীরা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার প্রতিও সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে আমেরিকা। আর এ কাজে ব্রিটেন ও ফ্রান্স ছিল আমেরিকার সহযোগী।
ইয়েমেনের হুথি নেতা বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে গাজা ও লেবাননে যে প্রতিরোধ যুদ্ধ চলছে জিহাদি মানসিকতা নিয়ে তাতে যোগ দিতে হবে।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২২