রিখটার স্কেলে মাত্রা ৭.১
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৯৫
চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাড়িয়েছে। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ও ভবন ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার- সিইএনসি বলেছে, স্থানীয় সময় আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে সিইএনসি বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। এছাড়া ভারতের বিহারসহ বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, ভূমিকম্পে এক হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৭