মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জয়শংকর:
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদেরকে ফিরিয়ে আনতে প্রস্তুত ভারত
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও\\\'র সঙ্গে করমর্দন করছেন এস জয়শংকর
মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে নয়াদিল্লি প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
অবৈধ অভিবাসন বন্ধ করতে এবং লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য চলতি সপ্তাহে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন। এর জেরে বহু ভারতীয়কে দেশে ফিরতে হচ্ছে। এ বিষয়ে গতকাল ওয়াশিংটনে এস জয়শংকরকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে জয়শংকর অকপটে জানিয়ে দেন, "নয়াদিল্লি আমেরিকাসহ অন্য যেকোনও দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে রাজি রয়েছে ৷ যদি তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হয় তবেই ৷"
জয়শংকর বলেন, "আমরা সব সময়ই বলে থাকি, এই দেশে যদি এমন কোনও ভারতীয় নাগরিক থাকেন যাঁরা বৈধ ভাবে এখানে আসেননি, তাহলে তাঁদের আমরা ফিরিয়ে নিতে কোনও আপত্তি করব না। এটা সব দেশের ক্ষেত্রেই, এই নীতি শুধু আমেরিকার ক্ষেত্রে নয়। এই বিষয়ে আমাদের অবস্থান নিয়ে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে স্পষ্ট ভাষায় জানিয়েছি।"
উল্লেখ্য, মার্কিন অভিবাসন দফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অবৈধ ভাবে মার্কিন সীমান্ত পার করতে চাওয়া যে সব বিদেশি ধরা পড়েছেন, তাদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক হচ্ছেন ভারতীয়। গত বছর মোট ২৬৪৭ ভারতীয়কে অবৈধভাবে সীমান্ত পার করার জন্যে আটক করে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই নির্বাহী নির্দেশিকায় সই করে মার্কিন সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। এরই সঙ্গে সিবিপি ওয়ান অ্যাপ বন্ধ করে দেন। তাছাড়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল করেন তিনি।
ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, আমেরিকায় যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয়, তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হবেন না। জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধ ভাবেই আমেরিকায় গিয়ে থাকেন, কিন্তু তাঁদের মধ্যে কোনও একজন সেখানকার স্থায়ী বাসিন্দা নন, তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা টুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেন, তাহলেও সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না।
পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মেক্সিকান বংশোদ্ভূতরা সর্বোচ্চ সংখ্যায় নাগরিকত্ব পেয়েছেন। আর এখন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা। উল্লেখ্য, মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ভারতীয় এইচ১বি ভিসা প্রাপকদের ২ লাখ ২৯ হাজার ৩৮৬ সন্তান জন্ম নেয় আমেরিকায়। ২০২৩ সাল পর্যন্ত আমেরিকায় ২৯ লাখ ভারতীয় অভিবাসী থাকতেন। তবে ট্রাম্পের নয়া নিয়মে নাগরিকত্ব বাতিল হতে পারে কয়েক লাখ ভারতীয়র।#
পার্সটুডে/এমএআর/২৩