আরো ৬ দেশের অভিবাসীদের সঙ্গে ইরানি নাগরিকদের পানামায় পাঠাল আমেরিকা
পানামায় বহিষ্কৃত ইরানি অভিবাসীদের সব রকম সহায়তা দেয়া হবে: তেহরান
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পানামায় বহিষ্কৃত ইরানি অভিবাসীদের সহায়তা করার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ওয়াশিংটনস্থ ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তর। এশিয়ার বিভিন্ন দেশের ১১৯ জন অভিবাসীকে গত বুধবার একটি সামরিক বিমানকে করে পানামায় পাঠিয়ে দেয়ার পর ওই দপ্তর এ ঘোষণা দিল।
যেসব দেশের অভিবাসীদের ল্যাটিন আমেরিকার দেশ পানামায় পাঠানো হয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, পাকিস্তান ও চীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওয়াশিংটনে ইরানের দূতাবাস নেই। তবে সেখানে ইরানি নাগরিকদের স্বার্থ রক্ষা করার জন্য একটি দপ্তর রয়েছে। ওই দপ্তর গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাটিন আমেরিকার অপর দেশ কলম্বিয়াস্থ ইরান দূতাবাসের সহযোগিতায় পানামায় বহিষ্কৃত ইরানি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করা হচ্ছে। পানামায়ও ইরানের দূতাবাস নেই, যে কারণে কলম্বিয়ার ইরান দূতাবাস পানামার বিষয়টি দেখাশোনা করে।
ইরানকে আগেভাগে না জানিয়ে এবং যাদেরকে বহিষ্কার করা হবে তাদেরকে কোনো আইনি সুবিধা গ্রহণ করতে না দিয়েই তাদেরকে বহিষ্কার করায় মার্কিন সরকারের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটনস্থ ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তর।
গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছিলেন, প্রবাসী ইরানি নাগরিকদের স্বার্থ রক্ষা করতে তেহরান বদ্ধপরিকর এবং সরকার এ কাজে কোনো সব রকম প্রচেষ্টা চালাবে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।