না আলোচনায় না যুদ্ধে আমরা ভীত: আব্বাস আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে তার দেশ যেকোনো অমীমাংসিত বিষয় সমাধানের জন্য নতুন আলোচনায় জড়াতে ভয় পায় না তবে প্রতিপক্ষদের দ্বারা দেশের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে এমন কোনো নতুন যুদ্ধের মুখোমুখি হতেও ভয় পায় না।
বুধবার প্রেসিডেন্ট পেজেশকিয়ানের চীন সফরের সময় তার সাথে থাকার পর এক সাক্ষাৎকারে শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন। আব্বাস আরাকচি বলেন,"আমাদের আলোচনার কোনো ভয় নেই,ঠিক যেমন আমাদের যুদ্ধের কোনো ভয় নেই,"
ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে নতুন আলোচনায় প্রবেশের আগ্রহের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগের মধ্যে এই মন্তব্য এসেছে। তেহরান একটি নতুন কূটনৈতিক প্রক্রিয়ায় যোগদানের সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেয়নি, তবে একই সাথে সতর্ক করে দিয়েছে যে ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতার দীর্ঘ ইতিহাসের কারণে তারা আমেরিকাকে সহজে বিশ্বাস করতে পারে না।
ইরানি কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি যেটি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ নামে পরিচিত তা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ এবং একতরফা প্রত্যাহারের কথা উল্লেখ করেছেন।
তারা জুন মাসে তেল আবিবের ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যুদ্ধের সময় বর্তমান ট্রাম্প প্রশাসনের ইসরায়েলি শাসক গোষ্ঠীকে নজিরবিহীন রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সহায়তা প্রদানের পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণে ওয়াশিংটনের যোগদানের কথাও উল্লেখ করেছেন।
তার বক্তব্যের অন্যত্র আরাকচি উল্লেখ করেছেন যে,জেসিপিওএ-এর তথাকথিত "স্ন্যাপব্যাক" প্রক্রিয়া ব্যবহারে ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রচেষ্টা মোকাবেলার জন্য দেশটি যেভাবে কাজ করছে তা মোকাবেলা করার জন্য যৌথ উদ্যোগ চলছে।
"'স্ন্যাপব্যাক' কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে রাশিয়া এবং চীনের সাথে যৌথ উদ্যোগ রয়েছে এবং নিউইয়র্কে আমাদের কূটনীতিকরা এই বিষয়ে তাদের রাশিয়ান এবং চীনা প্রতিপক্ষের সাথে যোগাযোগ করছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, "আমরা বিশ্বকে বোঝানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব যে এই ইউরোপীয় পদক্ষেপ অবৈধ এবং এর বৈধতা নেই,"। এই প্রক্রিয়াটি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।#
পার্সটুডে/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।