পোলিশ দূতকে ডেকে কড়া প্রতিবাদ তেহরানের
https://parstoday.ir/bn/news/event-i153086-পোলিশ_দূতকে_ডেকে_কড়া_প্রতিবাদ_তেহরানের
ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত একটি ইভেন্টে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির অংশগ্রহণের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এই ইভেন্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে বলে অভিযোগ থাকা একটি ভূপাতিত ইরানি ড্রোন প্রদর্শন করা হয়।
(last modified 2025-10-16T11:51:48+00:00 )
অক্টোবর ১৬, ২০২৫ ১৭:৪৮ Asia/Dhaka
  • ব্রিটিশ পার্লামেন্টে ইরানি ড্রোনের প্রদর্শনী
    ব্রিটিশ পার্লামেন্টে ইরানি ড্রোনের প্রদর্শনী

ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত একটি ইভেন্টে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির অংশগ্রহণের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এই ইভেন্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে বলে অভিযোগ থাকা একটি ভূপাতিত ইরানি ড্রোন প্রদর্শন করা হয়।

মার্কিন-ভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরান (ইউএএনআই) আয়োজিত এই প্রদর্শনীতে ইউক্রেনে উদ্ধার হওয়া একটি শাহেদ-১৩৬ ড্রোন দেখানো হয়।

গ্রুপটির মতে, এই ড্রোন প্রদর্শনীর উদ্দেশ্য ছিল মস্কোর সামরিক অভিযানে তেহরানের ভূমিকার ওপর আলোকপাত করা। ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য লন্ডন সফরের সময় সিকোরস্কি এই অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে ওই দিন, সিকোরস্কি সাংবাদিকদের বলেন, সম্প্রতি পোলিশ আকাশসীমায় একটি রাশিয়ান ড্রোনের অনুপ্রবেশ ‘কৌশলগতভাবে অকার্যকর’ ছিল, এবং এটি কেবল মস্কোর বিরুদ্ধে পশ্চিমা সংকল্পকে আরও জোরদার করেছে।

পোলিশ মন্ত্রী বলেন, ড্রোনগুলো উদ্দেশ্যমূলকভাবে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং বেলারুশের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে মনে হচ্ছে।

ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমধ্যসাগরীয় ও পূর্ব ইউরোপীয় বিষয়ক মহাপরিচালক মাহমুদ হেইদারি পোলিশ রাষ্ট্রদূত মার্সিন উইলচেককে তলব করেন এবং লন্ডন ইভেন্ট নিয়ে তেহরানের কড়া প্রতিবাদ জানান। হেইদারি ইরানের ড্রোন কর্মসূচি সম্পর্কে ‘ভিত্তিহীন এবং পুনরাবৃত্তিমূলক অভিযোগ’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন এবং সিকোরস্কির জড়িত থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ড্রোন প্রদর্শনের এই পদক্ষেপ কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে এবং ইউক্রেন সংঘাতে ইরানের ভূমিকা সম্পর্কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের পুনরাবৃত্তি করেছে।

ইরান যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সরবরাহের বিষয়টি অস্বীকার করে বলেছে, আক্রমণের আগে তারা রাশিয়াকে সীমিত সংখ্যক ড্রোন বিক্রি করেছিল।

ফিন্যান্সিয়াল টাইমস জুলাই মাসে রিপোর্ট করেছে, পরিবর্তিত ড্রোনগুলির লক্ষ্যবস্তুতে আঘাত হানার সাফল্যের হার তিনগুণ বেড়েছে।

পোলিশ কর্মকর্তারা এই তলব সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে ওয়ারশ এই বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি রাজনৈতিক সম্মেলনে প্রদর্শনের জন্য অনুরূপ একটি ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরে ইউএএনআই এবং ইউক্রেনীয় বাহিনীর সাথে সহযোগিতা করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।