আফগানিস্তানের স্থিতিশীলতা সমগ্র অঞ্চলের জন্য একটি কৌশল: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগানিস্তানের ভূ-অর্থনৈতিক অবস্থান এটিকে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ার যোগাযোগ নেটওয়ার্কের কেন্দ্রে স্থাপন করেছে। তাই এই দেশটির স্থিতিশীলতা এবং উন্নয়ন সমগ্র অঞ্চলের জন্য একটি কৌশলগত অপরিহার্য বিষয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: আফগানিস্তানের ভূ-অর্থনৈতিক অবস্থান এটিকে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ার যোগাযোগ নেটওয়ার্কের কেন্দ্রে স্থাপন করেছে। তাই এই দেশটির স্থিতিশীলতা এবং উন্নয়ন সমগ্র অঞ্চলের জন্য একটি কৌশলগত অপরিহার্য বিষয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর বিশেষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বলেন, "গত কয়েক দশকের অভিজ্ঞতা দেখিয়েছে যে আফগানিস্তানের নিরাপত্তা, উন্নয়ন এবং সমৃদ্ধি সরাসরি সমস্ত প্রতিবেশী দেশের স্বার্থের সাথে জড়িত। তাই আমাদের অবশ্যই বলতে হবে যে আমাদের অঞ্চলের সাধারণ ভবিষ্যৎ আফগানিস্তানের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।" আরাকচি জোর দিয়ে বলেন, 'আফগানিস্তানের দীর্ঘস্থায়ী প্রতিবেশী এবং এই দেশের জনগণের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ইরান সর্বদা এই অঞ্চলে আফগানিস্তানের ব্যাপক একীকরণের ওপর জোর দিয়েছে।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, 'আমরা এই নীতি মেনে চলি, আঞ্চলিক উন্নয়ন এবং সমস্যাগুলো কেবল গঠনমূলক সংলাপ, সমস্ত দেশের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং স্থানীয় ব্যবস্থার ব্যবহারের নীতিগুলোর পূর্ণ পালন এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে টেকসই সহযোগিতার মাধ্যমেই পরিচালিত হতে পারে।'
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।