কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ইরানি স্টলে ব্যাপক সাড়া
-
ইরানি স্টল
৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ইরানি স্টলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। ২৮ মার্চ এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সিল ডক্টর মুহাম্মদ আলী রব্বানি।
১ মার্চ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এতে যোগ দিয়েছেন ২০টি দেশের প্রকাশক। রয়েছে ৬০০টি বইয়ের স্টল ও ২০০টি লিটল ম্যাগাজিন স্টল। মেলা শেষ হবে ১৩ মার্চ।

এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে ইরানের স্টল। প্রথমবারের মতো অংশ নেওয়া ইরানি স্টলে (স্টল নম্বর এফ-৫) গত দুদিন বিভিন্ন বয়স ও ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ইরানি সাহিত্য-সংস্কৃতি, দর্শন ও ধর্মীয় বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে দেশটি।

বইমেলায় ইরানি স্টলের দায়িত্বে থাকা 'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মোস্তাক আহমদ রেডিও তেহরানকে জানান, "এই প্রথম কলকাতা বইমেলায় স্টল করে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। বহু মানুষ ইরান সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। ইরান নামটি দেখেই অনেকে স্টলে ভিড় জমাচ্ছেন। বহু অমুসলিমও ইরানি স্টলে আসছেন এবং বই কিনছেন।"

ইরানি স্টলের অন্যতম উদ্যোক্তো ইরানের কোমে অধ্যায়নরত ডক্টর রিজওয়ানুস সালাম খান জানিয়েছেন, "ইরানি স্টলে ইরানের ইসলামি বিপ্লব, বৈদেশিক সম্পর্ক ও মানবাধিকারবিষয়ক বই যেমন রয়েছে তেমনি রয়েছে দেশটির ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী, বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর বইও। এই স্টলে বাংলা, ইংরেজির পাশাপাশি উর্দু ফার্সি বইও আছে।"

আয়োজকরা জানিয়েছেন, গত দুদিনে ইরানি স্টলে এসেছিলেন অল-ইন্ডিয়া রেডিও, পূবের কলম পত্রিকা, দ্য স্ট্রেটমেন্ট, 18news টিভি চ্যানেলসহ বিভিন্ন ইউটিউবার ও ব্লগার।
ইরানের স্টলে গতকাল এসেছিলেন ফুরফুরা হুগলী থেকে পীর সিদ্দিক পরিবার থেকে জনাব সৌদ সিদ্দিকি সাহেব ও তার ভাই ভাঙড় এলাকার বিধায়ক জনাব নৌসাদ সিদ্দিকি। এছাড়া, ইরানি স্টলে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি-পেশার মানুষ। এ স্টলকে ঘিরে স্কুল শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

কলকাতা বইমেলায় ইরানি স্টল নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মাহদি মাহদাভিপুর এবং বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ডক্টর আলীযাদেহ মাহদি মুসাভী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩