সীমান্তে মহিলাকে গণধর্ষণ: ২ বিএসএফ জওয়ানের ৭ দিনের পুলিশ হেফাজত
(last modified Sat, 27 Aug 2022 12:24:31 GMT )
আগস্ট ২৭, ২০২২ ১৮:২৪ Asia/Dhaka
  • সীমান্তে মহিলাকে গণধর্ষণ: ২ বিএসএফ জওয়ানের ৭ দিনের পুলিশ হেফাজত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা সীমান্তের জিৎপুর এলাকায় বিএসএফের বিরুদ্ধে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল (রোববার) তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে স্থানীয় জিৎপুর স্কুল মাঠে।

ধর্ষণের অভিযোগ পেয়ে বাগদা থানার পুলিশ দু’জন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে। আজ (শনিবার) ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত ৭ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।    

সরকারি আইনজীবী অসীম কুমার দে বলেন, ‘গত ২৫ আগস্ট বসিরহাট থেকে একজন ভদ্র মহিলা রণঘাট দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। সেসময়ে বিএসএফদের দেখতে পেয়ে তিনি পটল খেতের মধ্যে লুকিয়ে পড়েন। সেখানে বিএসএফ গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। বিএসএফ এদের আটক করে বাগদা থানায় দেয়। বাগদা থানার পুলিশ আজ ধৃতদের বনগাঁ আদালতে পেশ করলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।’ 

শুক্রবার রাতে বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন,  ‘আমাদের কাছে অভিযোগ আসে গতকাল রাতে বাগদা থানার অন্তর্গত রণঘাট জিৎপুর এলাকায় এক ভদ্র মহিলা অভিযোগ করেন যে তাঁকে ধর্ষণ করা হয়েছে। বসিরহাটে বাড়ি ওই মহিলার অভিযোগ তাঁকে গণধর্ষণ করেছে বিএসএফ জওয়ানরা। সেই অভিযোগের ভিত্তিতে আমরা দু’জন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছি। এদের মধ্যে একজন এসআই এবং একজন কনস্টেবল রয়েছেন। ওই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় সামান্য চাপা উত্তেজনা রয়েছে। আমরা নজর রাখছি যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।’   

শনিবার বাগদা সীমান্তের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে মানুষজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ‘একটা দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, মানুষের আস্থা যাদের উপরে থাকার কথা, তারা গত ২৫ আগস্ট রাতে যে ঘটনা ঘটিয়েছে তাতে আমাদের মাথা নিচু হয়ে গেছে। একজন অসহায় মহিলাকে রাতের অন্ধকারে বলৎকার করেছে, ধর্ষণ করেছে! তাঁকে একটি পটল খেতের কাছে নিয়ে গিয়ে একাধিক বিএসএফ জওয়ান ধর্ষণ করেছে। এলাকায় মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক রয়েছে। তা হলে নারী সুরক্ষা কোথায়? ১৫ কিলোমিটার পর্যন্ত বিএসএফের যে অধিকার রয়েছে সেই অধিকারেই যদি এই অবস্থা হয়, তাহলে ৫০ কিলোমিটার পর্যন্ত অধিকারের সীমা বাড়িয়ে দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় সরকার তখন কী হবে? তখন আরও এরকম ঘটনার সম্মুখীন হতে হবে মানুষের। ওই ঘটনার প্রতিবাদে আমরা আগামীদিন এর বিরুদ্ধে মিছিল করব নারী সুরক্ষা যাতে আরও ভালো করে দেওয়া যায় সেজন্য।  এখানকার মহিলাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের পরিবেশ রয়েছে তা দূর করে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে হবে। গোটা বিষয়টা আমি আজকে ঘটনাস্থল পরিদর্শন করে যা-যা দেখলাম মুখ্যমন্ত্রীকে তা বিস্তারিতভাবে জানাবো।’

বিধায়ক বিশ্বজিৎ দাস আরও বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জানিয়েছেন, এলাকায় ভালো কোনও মহিলা বা বিবাহিত কোনও মহিলা দেখলেই, বা মাঠে বাড়ির লোকের জন্য খাবার দিতে গেলে বিএসএফ তাদের আটকিয়ে, অন্যদেরকে ছেড়ে দিয়ে তার সঙ্গে আলাদাভাবে কথা বলে, ফোন নম্বর চায় ইত্যাদি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেই পটল খেত দেখে এসেছি। অত্যন্ত অমানবিক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না।’

বিশ্বজিৎ বাবুর অভিযোগ- ‘সীমান্ত কার্যত উন্মুক্ত করে দিয়েছে বিএসএফ। তারা ব্ল্যাকারদের সঙ্গে যুক্ত রয়েছে, সে নিয়ে কেন্দ্রীয় সরকারের মাথাব্যাথা নেই, কোনও চিন্তাভাবনা নেই। বিএসএফ এখানে রেখে দিয়ে তাদেরকে আরও ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছে।’

পরিতোষ বিশ্বাস নামে এলাকার এক বাসিন্দা বলেন, ওই সীমান্ত এলাকা দিয়ে বেআইনিভাবে অবাধ যাতায়াত চলে। রবি নামে স্থানীয় এক কৃষক বলেন, সীমান্তে কাঁটাতার ইত্যাদি থাকা সত্ত্বেও প্রত্যেক রাতে বেআইনিভাবে বহু মানুষ সীমান্ত অতিক্রম করে। অন্য এক বাসিন্দা বলেন, বিএসএফের কড়াকড়িতে মাঠে চাষাবাদ করতে গেলে সমস্যার মুখে পড়তে হয়।    

শনিবার বাগদার ওই সীমান্ত এলাকায় যে পটল খেতের মধ্যে এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সেই জায়গা পরিদর্শন করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এ সময়ে তার সঙ্গে ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ, জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, তৃণমূলের ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ইব্রাহিম মণ্ডল ও অন্যরা।            

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ