ডিসেম্বর ২৪, ২০২৩ ১৯:০৬ Asia/Dhaka
  • কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে
    কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্রকে রাজতন্ত্রে রূপান্তরিত করছেন বলে অভিযোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস আরও বলেছে, দেশে প্রথমবারের মতো সংসদে ৩৫৭টি প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। মোদী সরকার প্রশ্নগুলো মুছে দিয়েছে বা তালিকা থেকে বাদ দিয়েছে। মোদী সরকার স্বৈরাচারের দিকে ঝুঁকছে। হাউসে প্রশ্নের উত্তর দেওয়া হয় না, প্রশ্ন করার জন্য এমপিদের সাসপেন্ড করা হয়, বিভিন্ন বিল আলোচনা ছাড়াই পাস করা হচ্ছে বলেও কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ বেকারত্ব ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন।   সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ইস্যুতে মোদী সরকারকে অনেক প্রশ্নও করেছেন কংগ্রেস সভাপতি। তিনি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেছেন, প্রত্যেক বছর দুই কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কী হল? তিনি বলেন, বেকারত্ব দেশের সবচেয়ে জ্বলন্ত সমস্যা। ১৫/২৯ বছর বয়সী মানুষের মধ্যে বেকারত্বের হার ১০ শতাংশে দাঁড়িয়েছে। এটি গ্রামীণ ভারতে ৮.৩ শতাংশ এবং শহুরে ভারতে ১৩.৮ শতাংশ।

শ্রী খাড়গে আরও বলেন, ‘দেশের তরুণরা প্রশ্ন করছে প্রত্যেক বছর দুই কোটি চাকরি কোথায় গেছে? নিয়োগ পরীক্ষা থেকে চাকরি পাওয়ার যাত্রা কেন এত জটিল হয়ে উঠেছে এবং কেন এমএসএমই সেক্টর ধ্বংস করা হল? কোটি কোটি যুবকের চাকরি ও ভবিষ্যৎ কেড়ে নেওয়া হলো কেন?’

প্রসঙ্গত, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি নিয়ে নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন জিজ্ঞাসা করছে কংগ্রেস। এমনকি সাম্প্রতিক নির্বাচনেও কংগ্রেস এই বিষয়গুলো জোরেশোরে তুলেছিল। কিন্তু এসব নিয়ে আলোচনার বদলে মন্দির-মসজিদের রাজনীতিতেই বিজেপি বেশি আগ্রহী বলে মনে করছেন বিশ্লেষকরা। #

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ