ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৯:০৩ Asia/Dhaka
  • সমাবেশে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
    সমাবেশে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদের মর্যাদা রক্ষার দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী  কোলকাতায় এক মহামিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী'র ডাকে ওই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ এতে শামিল হন।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদের দেওয়ালে দেব-দেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়ে মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পুজো-অর্চনার রায় দিয়েছেন উত্তর প্রদেশের বারাণসীর জেলা আদালত আদালত। এরপর মুসলিমরা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু ইলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদের দক্ষিণের 'ব্যাস কা তহখানা' নামে পরিচিত বেসমেন্টে উপাসনার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। ওই ইস্যুতে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।    

আজ কোলকাতার মিছিল ও সমাবেশ থেকে রাজ্য জমিয়ত প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার ও উত্তর প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, ভারতের সংবিধান আমাদের কাছে পবিত্র। সংবিধানের বিরোধিতা করা, সংবিধানের সাথে গাদ্দারি করা চলতে পারে না। আমি মনে করি ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর থেকেও সংবিধানের উচ্চতা বেশি। জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তর প্রদেশ সরকারের উচিত ছিল সর্বদলীয়ভাবে বৈঠক করা। অন্যান্য দলের সাথে কথা বলা। রাতের অন্ধকারে কাগজপত্র ভুলভাল তৈরি করে তারা বিচারকের সামনে পেশ করেছেন। বিচারকের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয়। আমাদের অভিযোগ উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে।’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এসময়ে 'কেন্দ্রীয় সরকার অত্যাচার বন্ধ করো, বন্ধ করো' শ্লোগান দিলে উপস্থিত 'জনতা বন্ধ করো বন্ধ করো' বলে জবাব দেন। তিনি ‘কেন্দ্রীয় সরকার অত্যাচার-অবিচার বন্ধ করো’, 'জ্ঞানবাপী মসজিদে পুজোপাঠের গাদ্দারি চলছে না, চলবে না’, 'জ্ঞানবাপী মসজিদ থেকে পুজোপাঠ হঠাও’ ‘স্বাধীন ভারতের জাতীয় ঐক্য ধ্বংস হতে দিচ্ছি না দেবো না’, ‘হিন্দু-মুসলিম-শিখ-ঈসায়ী আমরা সবাই ভাই ভাই’ ‘হিন্দুত্ববাদী দেশদ্রোহী শক্তি নিপাত যাক’ ইত্যাদি শ্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মিলিয়ে সোচ্চার হন।#               

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৯

ট্যাগ