মার্চ ৩০, ২০২৪ ১৬:১৪ Asia/Dhaka
  • ভারতকে শেখাতে আসবেন না,  এখানে চোখে সবাই সমান

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেছেন, দেশটির গণতন্ত্রে শক্তিশালী বিচারবিভাগ রয়েছে। তাই আইনের শাসন নিয়ে অন্য কারো কাছ থেকে শিক্ষা নেয়ার দরকার নেই। দিল্লির মুখ্যন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে এসব কথা বললেন উপরাষ্ট্রপতি ধনকড়।

উল্লেখ্য গত কয়েকদিনে ভারতের নানা ইস্যুতে জাতিসংঘ, আমেরিকা ও জার্মানি কড়া বার্তা দিয়েছে ভারতকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ভারতে নির্বাচনের মুখে সবার অধিকার সুরক্ষিত হবে বলে তারা আশা করে।

ডুজারিকের বক্তব্যের জবাবে আজ জগদীপ ধনকড় বললেন, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তার সঙ্গে আপস করা হবে না। আইনের শাসন নিয়ে কারও কাছ থেকে ভারত শিক্ষা নেবে না।তিনি বলেন,ভারতে আইনের চোখে সবাই সমান।

কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে জার্মানি সরব হওয়ার পর সেদেশের রাষ্ট্রদূতকে তলব করেছিল নয়াদিল্লি। তারপরেই সুর নরম করে জার্মানি। অন্যদিকে, মার্কিন ‘উদ্বেগের’ বিষয়ে পালটা কড়া বিবৃতি দিয়েছে ভারত।#

পার্সটুডে/জিএআর/৩০

ট্যাগ