মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছেন দলিত নারীরা: কামরুজ্জামান
ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে দলিত নারীরা। তিনি আজ (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মন্তব্য করেছেন।
ভারতের উত্তর প্রদেশের হাথরাসে সম্প্রতি এক বাল্মিকি সম্প্রদায়ের দলিত তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই ঘটনা প্রসঙ্গে মুহাম্মাদ কামরুজ্জামান আজ বলেন, ‘দেশে আইনের শাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দেশের সাধারণ নাগরিকদের মধ্যে এক ভয়ানক অস্থিরতা বিরাজ করছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বা সকলের সঙ্গে, সবার উন্নয়নের যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা যে কত ফাঁকা বুলি সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পারছে। এতদিন ধরে গণপিটুনির শিকার হচ্ছে মুসলিমরা। তার যথাযথ প্রতিবাদ ও প্রতিরোধ সম্ভব হচ্ছে না। এখন শুরু হয়েছে পাইকারি হারে গণধর্ষণ। আর ওই মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে দলিত সম্প্রদায়ের নারীরা।
মুহাম্মাদ কামরুজ্জামান আরও বলেন, ‘মুসলিম ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনায় অভিযুক্তরা ক্ষমতাসীন বিজেপি দলের সমর্থক ও বিজেপি নেতৃত্বের সঙ্গে তাদের সম্পর্ক সুস্পষ্ট। ওই অপরাধীরা কার্যত দেশকে অপরাধমূলক কাজের স্বর্গরাজ্য মনে করছে! অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ছাড়া এই নৈরাজ্য থেকে মুক্তির কোনো বিকল্প পথ নেই।’
‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান ‘সম্প্রতি উত্তরপ্রদেশে যে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তার গভীর নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে হাথরাসের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত দলিত পরিবারের প্রতি সমবেদনা জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।