জানুয়ারি ১৫, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহসেন রেজায়ি বলেছেন, বলদর্পিতা, নিষেধাজ্ঞা ও যুদ্ধের যুগ শেষ হয়ে গেছে। তিনি নিকারাগুয়ায় দেশটির সংসদ স্পিকারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

রেজায়ি আরও বলেছেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লব ও সংগ্রামের ক্ষেত্রে ইরান ও নিকারাগুয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের এ সংক্রান্ত ইতিহাসের মধ্যে অনেক মিল রয়েছে।

রেজায়ি বলেন, সাম্রাজ্যবাদী শত্রুরা স্বাধীনচেতা জাতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ওঠেপড়ে লেগেছে। এ অবস্থায় আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শত্রুরা ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন ইরানের এই ভাইস প্রেসিডেন্ট।

তিনি নিকারাগুয়ার বিরুদ্ধে আমেরিকার নানা পদক্ষেপ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক ফোরামেও আমাদেরকে সোচ্চার হতে হবে। বলদর্পীদের রুখে দিতে হবে।

এ সময় নিকারাগুয়ার সংসদ স্পিকার বলেন, বিপ্লবী জাতিগুলোর অভিন্ন ইতিবাচক দিক হলো তারা শত্রুদেরকে ভালোভাবে চিনতে পেরেছে এবং শত্রুদের বলদর্পিতাকে সুচারুভাবে মোকাবেলা করে যাচ্ছে।#  

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ