মে ১৯, ২০২২ ১৭:১৮ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বৃহস্পতিবার) নিজেদের তৈরি পরিবহন বিমান 'সিমোর্গ' উন্মোচন করেছে। এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা অশতিয়ানিসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছেন। এতে সহযোগিতা দিয়েছে ইস্পাহানে অবস্থিত বিমান নির্মাণ শিল্প কোম্পানি 'হেসা'। সেখানেই আজ এটি উন্মোচন করা হয়। 

ইরানের তৈরি 'সিমোর্গ' হালকা পরিবহন বিমান। এটি নির্মাণে আন্তর্জাতিক মান ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এই বিমান দেশের সামরিক ও বেসামরিক উভয় খাতের চাহিদা মেটাতে সক্ষম।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বিমানটি উন্মোচনের পর বলেছেন, আশা করছি চলতি ফার্সি বছরে এ খাতে আরও নতুন নতুন সাফল্য আসবে। তিনি আরও বলেন, নতুন নির্মিত হালকা বিমান উদ্ধার তৎপরতায় অত্যন্ত কার্যকরী। 

তিনি আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি ও নানা হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, যুদ্ধক্ষেত্রে লজিস্টিক সহযোগিতা এবং পণ্য ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন মিশনে যাত্রীবাহী বিমানের প্রয়োজনীয়তা রয়েছে। জাতীয় প্রতিরক্ষা শক্তি জোরদারে তার মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।#   

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ