পারস্য উপসাগরের ৩ দ্বীপ ইরানের চিরন্তন অবিচ্ছেদ্য অংশ: খাতিবজাদে
(last modified Sun, 05 Jun 2022 11:02:34 GMT )
জুন ০৫, ২০২২ ১৭:০২ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দক্ষিণের তিনটি দ্বীপ হচ্ছে ইরানের ভূখণ্ডের চিরন্তন অবিচ্ছেদ্য অংশ।

পারস্য উপসাগরে অবস্থিত এই তিনটি দ্বীপের নাম হচ্ছে 'তুম্বে বুজুর্গ', 'তুম্বে কুচাক' ও 'আবু মুসা'। তিনি আজ (রোববার) এক টুইটারবার্তায় এ কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, মাতৃভূমির এক বিঘাত ভূখণ্ডও গোটা দেশের সমান।

তিনি আরও লিখেছেন, পারস্য উপসাগরের অন্তঃস্থলের এই তিনটি দ্বীপ ইরানের আলোকবর্তিকা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীমান্তরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা ইরানের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সদাতৎপর তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। পারস্য উপসাগরের তিনটি দ্বীপকে কখনোই ইরান থেকে আলাদা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

পারস্য উপসাগরের তিনটি দ্বীপ নিয়ে মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে থাকে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ইরান দৃঢ়তার সঙ্গে বলে আসছে, এসব দ্বীপের ওপর মালিকানা দাবি করার কোনো অধিকার কারো নেই।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ