ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১০:৫৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি
    ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি

ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন, তার বাহিনীর পাইলটবিহীন বিমান বা ড্রোনের সক্ষমতা এক বছর আগের তুলনায় শতকরা অন্তত ৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। তিনি গতকাল (বুধবার) তেহরানে বিমান বাহিনীর একদল কর্মকর্তাকে নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেখা করতে গিয়ে একথা জানান।

সর্বোচ্চ নেতাকে ব্রিফিংকালে জেনারেল ওয়াহিদি আরো বলেন, নানা ধরনের ড্রোন তৈরি এবং এসবের যুদ্ধ ক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ইরানের বিমান বাহিনীর সাম্প্রতিক অর্জনের কথা জানাতে গিয়ে তিনি আরো বলেন, পিস্টন ও টার্বাইন ইঞ্জিন নির্মাণ, এফ-১৪ যুদ্ধবিমানের সিম্যুলেটর তৈরি, ২৯টি পুরনো যুদ্ধবিমান সম্পূর্ণ মেরামত করে আবার বিমানবহরে যুক্ত করা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশেই যুদ্ধবিমানে জ্বালানী সরবরাহের সক্ষমতা অর্জন করা ছিল বিগত এক বছরে তার বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য।

ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.)-এর প্রতি স্বৈরাচারী শাহ সরকারের বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্য প্রকাশের ৪৪তম বার্ষিকীতে বুধবার ইরানের বিমান বাহিনীর এক দল কর্মকর্তা ও জওয়ান সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে যান।  

১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খোমেনী (রহ.)'র প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। এ কারণে ইরানে ফার্সি ১৯ বাহমান মোতাবেক ৮ ফেব্রুয়ারিকে বিমান বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ