মার্চ ২১, ২০২৩ ১৫:১০ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টের নববর্ষের শুভেচ্ছার প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাসের কানয়ানি সাফি তাঁর ব্যক্তিগত টুইটে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের নওরোজের বার্তাকে মিথ্যা দাবী বলে অভিহিত করেছেন। নাসের কানয়ানি লিখেছেন: ইরানি জাতি ও ইসলামি সরকার ব্যবস্থার সঙ্গে শত্রুতা মার্কিন স্থায়ী পররাষ্ট্রনীতি।

বার্তা সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাঁর টুইট বার্তায় লিখেছেন: প্রতি বছরই মার্কিন প্রেসিডেন্ট কিংবা অন্যান্য কর্মকর্তা নওরোজের বার্তায় ইরানের বিরুদ্ধে তাদের শত্রুতার প্রমাণ দেয়। কানয়ানি আরও লিখেছেন, আমেরিকা একদিকে ইরানি নারীদের প্রতি সমর্থনের মিথ্যা দাবি করছে। অপরদিকে ইরানি জাতির বিরুদ্ধে তারা অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়েই যাচ্ছে। এই দ্বৈতাচারকে আমেরিকার শাসক ও তাদের ইরান বিরোধী নেতাদের ভণ্ডামি ও শত্রুতার সুস্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন নাসের কানয়ানি।

মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন নওরোজ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে ইসনা জানিয়েছে ওই বার্তায় তিনি বলেছেন: সামনে আরও উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। হোয়াইট হাউজে ইরানের নওরোজ সংস্কৃতির ঐতিহ্য 'হাফ্ত সিন' টেবিল সাজিয়ে নওরোজের প্রতি আমেরিকা সম্মান জানায় বলে বাইডেন উল্লেখ করেন। তাঁর ওই বার্তা যে বাস্তবতা বহির্ভুত-কানয়ানি তারই প্রমাণ তুলে ধরে টুইট বার্তাটি দিয়েছেন।# 

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ