মে ০৯, ২০২৩ ০৯:০৪ Asia/Dhaka
  • পবিত্র কুরআন
    পবিত্র কুরআন

ইরানে ব্লাশফেমি আইনে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিশ্বনবী (সা.), পবিত্র কুরআন, ইসলাম এবং এই ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গের অবমাননা করার দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান নিউজ এ খবর জানিয়ে বলেছে, যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা হলো- ইউসেফ মেহরদাদ ও সাদরুল্লাহ ফাজেলি জারে। তবে ঠিক কবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা বার্তা সংস্থাটি জানায়নি।

এটি বলেছে, ওই দুই ব্যক্তি ইসলামের প্রতি ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে ভার্চুয়াল জগতে কয়েক ডজন গ্রুপ খুলে ধর্মবিদ্বেষী লেখা ও নিবন্ধ প্রকাশ করত। তারা মুসলিম মূল্যবোধগুলো পদানত করে ধর্মহীনতার সংস্কৃতির বিস্তার ঘটাতে চেয়েছিল।

মিজান নিউজ জানায়, বিস্তারিত তদন্তের পাশাপাশি মেহরদাদের নিজের লিখিত স্বীকারোক্তি একথা প্রমাণ করে যে, নাস্তিকতাকে উৎসাহ প্রদান এবং ইসলামের পবিত্র মূল্যবোধগুলোর অবমাননা করার সব ধরনের চেষ্টা সে করেছে।

এক পর্যায়ে সে পবিত্র কুরআনের একটি কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং সেই অবমাননার ঘটনার ভিডিও ধারন করে অনলাইনে ছড়িয়ে দেয়।মেহরদাদ ছিল‌ ‌১৫টি ইসলাম-বিদ্বেষী অনলাইন গ্রুপের এডমিন। মেহরদাদকে জিজ্ঞাসাবাদের সময় সে জানায় ইসলাম-বিদ্বেষী তৎপরতায় তাকে সব রকম সহযোগিতা ও উৎসাহ যুগিয়েছে ফাজেলি জারে। জারে নিজেও অনলাইনে ইসলাম-বিদ্বেষ ছড়াতো এবং অনলাইন গ্রুপ খোলার কাজে সে ফ্রান্সের একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করত।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯

 

ট্যাগ