মে ০৯, ২০২৪ ২০:০৮ Asia/Dhaka
  • ইরানের সহায়তায় জিম্বাবুয়ের দশটি গুরুত্বপূর্ণ ওষুধের চাহিদা পূরণের উদ্যোগ
    ইরানের সহায়তায় জিম্বাবুয়ের দশটি গুরুত্বপূর্ণ ওষুধের চাহিদা পূরণের উদ্যোগ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট রুহুল্লাহ দেহকানি ইরানের সহায়তায় জিম্বাবুয়ের প্রয়োজনীয় ১০টি গুরুত্বপূর্ণ ওষুধ সরবরাহের উদ্যোগের কথা জানিয়েছেন।

রুহুল্লাহ দেহকানি বুধবার তেহরানে জিম্বাবুয়ের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী আমন মুরভিরার সাথে এক বৈঠকে বলেছেন যে, ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ১০টি ওষুধ এবং অতিজরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং এর  প্রযুক্তিগত জ্ঞান জিম্বাবুয়েকে সরবরাহ করা হবে। তিনি আরো বলেছেন,

সব দেশের সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য ইরানের প্রেসিডেন্টের প্রবল ইচ্ছা রয়েছে। আর সে কারণে তেহরান বিভিন্ন দেশ বিশেষ করে আফ্রিকান দেশগুলোর সাথে অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট রুহুল্লাহ দেহকানি আরো বলেছেন, ইরানের ৯০ শতাংশেরও বেশি ওষুধের চাহিদা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ৭০ শতাংশেরও বেশি ইরানের অভ্যন্তরে নিজস্ব বিজ্ঞানীদের মাধ্যমে উৎপাদিত হয়। এ ক্ষেত্রে ইরান যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ হওয়ায় তিনি জিম্বাবুয়ের সাথে যৌথ সহযোগিতার জন্য ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন।

এই বৈঠকে জিম্বাবুয়ের বিজ্ঞান মন্ত্রীও বলেছেন, তার দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাই সেবা ও কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এইসব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য জ্ঞান ও প্রযুক্তির প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা জিম্বাবুয়ের এইসব লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরান আত্মবিশ্বাস এবং সক্ষমতার একটি মডেল- এ কথা উল্লেখ করে জিম্বাবুয়ের বিজ্ঞান মন্ত্রী বলেন,

'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং দেশটির প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরাও আমাদের জনগণের জন্য মর্যাদা ও সম্মান বয়ে আনতে পারি।'

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ