বাণিজ্যিক লেনদেনে ডলার বাদ দিতে ব্রিকস বদ্ধপরিকর: ইরান
(last modified Sun, 19 May 2024 03:28:32 GMT )
মে ১৯, ২০২৪ ০৯:২৮ Asia/Dhaka
  • বাণিজ্যিক লেনদেনে ডলার বাদ দিতে ব্রিকস বদ্ধপরিকর: ইরান

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার পরিহার করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি।

তিনি গতকাল (শনিবার) রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের কাজানে ১৫তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।  কানি বলেন, ব্রিকস সদস্য দেশগুলো ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে বদ্ধপরিকর তবে সেজন্য বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে যা সময়সাপেক্ষ ব্যাপার।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক লেনদেন থেকে ডলার বাদ দেয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ব্রিকসভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞরা নিয়মিত আলোচনা ও শলাপরামর্শ চালিয়ে যাচ্ছেন।  

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকার সম্মিলিত উদ্যোগে ২০০৬ সালে ব্রিকস গঠিত হয়। বর্তমানে এই জোটভুক্ত দেশগুলোর আওতায় বিশ্বের শতকরা ৪০ ভাগ জনসংখ্যা রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপির চারভাগের একভাগ এই দেশগুলোর দখলে। এই জোটকে বিশ্বের ওপর পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়।

চলতি বছরের প্রথম দিকে ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকসের পূর্ণ সদস্য হয়েছে। একইসঙ্গে সদস্য হয়েছে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ