ইয়েমেন কি ইসরাইল অধিকৃত অঞ্চল থেকে মার্কিন বিমান সংস্থাগুলোকেও বিচ্ছিন্ন করবে?
https://parstoday.ir/bn/news/west_asia-i149776-ইয়েমেন_কি_ইসরাইল_অধিকৃত_অঞ্চল_থেকে_মার্কিন_বিমান_সংস্থাগুলোকেও_বিচ্ছিন্ন_করবে
ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা এবং বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিমান সংস্থাগুলো তেল আবিবে উড্ডয়ন বন্ধ করতে বাধ্য হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৮, ২০২৫ ১২:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেন কি ইসরাইল অধিকৃত অঞ্চল থেকে মার্কিন বিমান সংস্থাগুলোকেও বিচ্ছিন্ন করবে?

ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা এবং বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিমান সংস্থাগুলো তেল আবিবে উড্ডয়ন বন্ধ করতে বাধ্য হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরাইলি সরকারকে বিমান চলাচল নিষিদ্ধ করবে এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরাইলি অর্থনৈতিক ওয়েবসাইট ডেমার্কার জানিয়েছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা এবং বেন গুরিয়ন বিমানবন্দরে নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিমান সংস্থাগুলো এখনও তেল আবিবে ভ্রমণ করতে অনিচ্ছুক। এই প্রতিবেদন অনুসারে, ইসরাইলি বিমান পরিবহন খাত এখনও সংকটের মুখোমুখি এবং পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।

ইহুদিবাদী গণমাধ্যম আরও জানিয়েছে যে ইজিজেট, আইবেরিয়া, রায়ানএয়ার, ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার কানাডা এবং আইটিএ সহ বেশ কয়েকটি প্রধান বিমান সংস্থা এখনও বেন গুরিয়ন বিমানবন্দরে উড়ান বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তাদের প্রত্যাবর্তন স্থগিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরাইলি বিমান পরিবহন কর্মকর্তারা ডেমার্কারকে জানিয়েছেন যে রায়ানএয়ার আগস্টের আগে ইসরাইলে ফিরে আসবে না। তারা আরও জোর দিয়ে বলেছে যে ইয়েমেনি বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা ফ্লাইটে অস্থিরতার অন্যতম প্রধান কারণ।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে যতক্ষণ ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বিদ্যমান থাকবে, ততক্ষণ ইসরাইলের পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। ডেমার্কার এই সংকট মোকাবেলায় ইসরাইলি পরিবহন মন্ত্রণালয়ের অদক্ষতারও সমালোচনা করে লিখেছ, মন্ত্রণালয়ের কার্যকর পরিকল্পনা এবং সমন্বয়ের অভাব রয়েছে এবং তারা কেবল অস্থায়ী প্রতিক্রিয়া দিয়েই সন্তুষ্ট রয়েছে।

অতএব, আশা করা হচ্ছে যে প্রধান বিমান সংস্থাগুলো তেল আবিবে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়ে দেবে। অন্যদিকে, আমেরিকান ওয়েবসাইট "ফ্লোরিডিয়ান" অনুসারে,সর্বশেষ ইসরাইল-বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে ইয়েমেন থেকে ছোড়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র একটি আমেরিকান সামরিক পরিবহন বিমানকে পথ পরিবর্তন করতে এবং অধিকৃত অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সরে যেতে বাধ্য করেছে।#

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।