ইসরাইলের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা অভিযান, মোসাদের গোপন নথি হস্তগত
https://parstoday.ir/bn/news/iran-i149778-ইসরাইলের_বিরুদ্ধে_ইরানের_গোয়েন্দা_অভিযান_মোসাদের_গোপন_নথি_হস্তগত
পার্সটুডে : ইরানের গোয়েন্দা সংস্থা গোপন এক অভিযানের মাধ্যমে ইসরাইলের পরমাণু স্থাপনা ও প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত বিপুল সংখ্যক নথি, ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে। রাষ্ট্রায়ত্ত ইরানি টেলিভিশন একে ‘ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৮, ২০২৫ ১৪:৫৩ Asia/Dhaka
  • তেল আবিবে মোসাদের সদর দপ্তরের স্যাটেলাইট চিত্র
    তেল আবিবে মোসাদের সদর দপ্তরের স্যাটেলাইট চিত্র

পার্সটুডে : ইরানের গোয়েন্দা সংস্থা গোপন এক অভিযানের মাধ্যমে ইসরাইলের পরমাণু স্থাপনা ও প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত বিপুল সংখ্যক নথি, ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে। রাষ্ট্রায়ত্ত ইরানি টেলিভিশন একে ‘ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। 

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় জর্ডানের সামরিক কৌশলবিদ ড. নিদাল আবু জাইদ বলেছেন, “ইরান গোয়েন্দা অভিযান চালিয়ে ইসরাইলের কথিত প্রতিরক্ষা ও প্রতিরোধক্ষমতার দাবিকে ধূলিস্যাৎ করে দিয়েছে। আমার বিশ্বাস, এটি একটি যৌথ ইলেকট্রনিক ও সাইবার অভিযান, যা মাঠ পর্যায়ের গোয়েন্দা অনুপ্রবেশের মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হয়েছে।”

আবু জাইদ আরও বলেন, “সাধারণত এমন সংবেদনশীল আর্কাইভ প্রতিটি দেশে সর্বোচ্চ নিরাপত্তায় থাকে। কিন্তু ইরানি গোয়েন্দারা এতে প্রবেশ করতে পেরেছে এবং এটি এমন এক অর্জন যা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান ও অন্যান্য কর্মকর্তাদের গর্ব ও অহংকার চূর্ণ করে দিয়েছে। এ ধরনের অভিযানে লাভ-ক্ষতি বা গোপনীয়তা ধরে রাখা সম্ভব নয়, কারণ এই অভিযানের লক্ষ্যই হলো—ইসরাইলি দখলদারদের কথিত প্রতিরোধক্ষমতার মিথ ভেঙে দেওয়া।”

আল-মায়াদিন চ্যানেলে প্রকাশিত এক খবরে উদ্ধৃত একাধিক সূত্র জানিয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরাইলের পরমাণু প্রকল্প ও স্থাপনা সম্পর্কিত বহুসংখ্যক নথিপত্র এবং ছবি ও ভিডিওসহ কৌশলগত তথ্য সংগ্রহ করেছে

সূত্রগুলোর মতে, যদিও এই অভিযানটি কিছুদিন আগেই সংঘটিত হয়, কিন্তু বিপুল পরিমাণ তথ্যের নিরাপদে ইরানে স্থানান্তরের প্রয়োজনীয়তা ও সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি প্রকাশে বিলম্ব করা হয়।

সূত্রগুলো আরও জানায়, নথিপত্রের পরিমাণ এতটাই বেশি যে, কেবল সেগুলো বিশ্লেষণ, ভিডিও দেখা ও চিত্র পর্যালোচনাতেই দীর্ঘ সময় লাগছে।

তারা আরও বলেছে, এখন ইরানের হাতে মোসাদের শীর্ষ সামরিক কমান্ডার ও গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা তথ্য পর্যন্ত রয়েছে, যা ইসরাইলের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা বিপর্যয়ের ইঙ্গিত দেয়।#

পার্সটুডে/এমএআর/৮