ইসরাইলের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা: হাজার হাজার গোপন নথি ইরানের হস্তগত
https://parstoday.ir/bn/news/event-i149764-ইসরাইলের_সবচেয়ে_বড়_গোয়েন্দা_ব্যর্থতা_হাজার_হাজার_গোপন_নথি_ইরানের_হস্তগত
ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রায় গোপনীয় তথ্যও রয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৭, ২০২৫ ১৯:০৯ Asia/Dhaka
  • ডিমোনা পারমাণবিক স্থাপনা
    ডিমোনা পারমাণবিক স্থাপনা

ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রায় গোপনীয় তথ্যও রয়েছে।

এই বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-কে জানিয়েছে, এটি ছিল দখলদার ইসরাইলের ওপর অন্যতম বড় আঘাত।

সূত্রগুলো আরও জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথিপত্র এবং সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে।

তারা এ-ও জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে।

ইসরাইলি কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুইজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর এই তথ্য ফাঁসের ঘটনা ঘটল।

ইসরাইল পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেত-এর ২০ মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমোগ আতিয়াস নামের ২৪ বছর বয়সী দুই তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল।

ইসরাইলি কর্মকর্তারা দাবি করেন, ওই দুই ব্যক্তি দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে অনুসরণ করছিল।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা দিয়েছিল। তবে ইরানি গণমাধ্যমের দাবি, এই গ্রেফতার ঘটনা নথি স্থানান্তর সম্পন্ন হওয়ার পরেই ঘটেছে।#

পার্সটুডে/এমএআর/৭