জুন ১৯, ২০২৩ ১৫:২৯ Asia/Dhaka
  • জিয়াদ আন নাখালা (বামে) ও আমির আব্দুল্লাহিয়ান (ডানে)
    জিয়াদ আন নাখালা (বামে) ও আমির আব্দুল্লাহিয়ান (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং ফিলিস্তিনের প্রতি অতীতের মতোই ইরানের সমর্থন অব্যাহত থাকবে।

আজ (সোমবার) তেহরানে ফিলিস্তিনের সংগ্রামী দল ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা ও তার সফরসঙ্গীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, পশ্চিম এশিয়া তথা গোটা অঞ্চলের অনিরাপত্তা ও অস্থিতিশীলতার উৎস হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের মানবতাবিরোধী তৎপরতা বন্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এমনভাবে তৎপরতা চালাতে হবে যাতে এর প্রভাব দৃশ্যমান হয়।

এ সময় তিনি গাজায় সাম্প্রতিক ৫ দিনের যুদ্ধে বিজয়ের জন্য ইসলামি জিহাদ আন্দোলনের নেতাদেরকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি অন্য সংগ্রামী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, এই যুদ্ধের বিজয়ের ক্ষেত্রে প্রতিরোধ সংগঠনগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আজকের বৈঠকে জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেন, ফিলিস্তিনের সব সংগ্রামী সংগঠন এখন ইসরাইলের মোকাবেলায় সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। শত্রুর মোকাবেলায় একসঙ্গে কাজ করতে সবাই প্রস্তুত।

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ