ডিসেম্বর ০৪, ২০২৩ ১৫:৩০ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

আবারও ইরানের অর্থ কাতারে আটকানোর জন্য মার্কিন কংগ্রেসের প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আমরা প্রয়োজনীয় নিশ্চয়তা পেয়েছি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন: মার্কিন সরকারের উচিত ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছে ওই চুক্তির অঙ্গিকারগুলো পালন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকা। আমেরিকা এর আগে প্রমাণ করেছে যে তাদের ওপর আস্থা রাখা যায় না তাই আমরা এ বিষয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তাগুলো নিয়েছি। এই উৎসগুলো ইরান সরকারের খুব ঘনিষ্ঠ ছিল, আছে এবং থাকবে বলেও তিনি মন্তব্য করেন। এমনকি ইরান সরকার প্রয়োজন অনুযায়ী এইসব সূত্রকে কাজে লাগাবে বলে জনাব কানয়ানি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আজ নাসের কানয়ানি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞে আমেরিকার ভূমিকার ব্যাপারে বলেন: আমেরিকা ফিলিস্তিনী জনগনের ওপর ইসরাইলি যুদ্ধাপরাধে সরাসরি ভূমিকা রাখছে, এই সত্য গোপন করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন দ্বিতীয় দফা ইসরাইলি আগ্রাসনের সময় আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলি যুদ্ধ পরিচালনা কক্ষে উপস্থিত ছিলেন। এটাই প্রমাণ করছে আমেরিকা ফিলিস্তিন যুদ্ধে সরাসরি জড়িত রয়েছে। জনাব কানয়ানি আরও বলেন বর্বর যুদ্ধবাজ ইসরাইলকে আমেরিকা নতুন নতুন যুদ্ধাস্ত্রও দিয়েছে। এর মাধ্যমে আমেরিকা গাজা যুদ্ধ চালিয়ে যাবার ব্যাপারে ইসরাইলকে সরাসরি মদদ দিচ্ছে।

ইরান সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং সাহায্য করতে পারে এমন অন্যান্য সংস্থাসহ বিভিন্ন সরকার ও সংস্থার সাথে যোগাযোগ ও আলোচনা করেছে। সম্ভাব্য কোনো সুযোগই হাতছাড়া করে নি ইরান। তিনি বলেন: ইরান ফিলিস্তিনকে সমর্থন করতে কোনো সুযোগই নষ্ট করে না, সকল সুযোগই কাজে লাগাচ্ছে।

কানয়ানি বলেন: ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপরাধগুলোর শাস্তি যদি নিশ্চিত করা না হয়, তাহলে এটা বিশ্ব সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এসব অপরাধের জন্য দায়ীদের বিচার করা না হলে তা হবে খুবই বিপজ্জনক।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ