ডিসেম্বর ১৭, ২০২৩ ১৮:১১ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা লক্ষ্যে পৌঁছার জন্য আইএসআইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। তাদের উচিত নিজেদের লজ্জাজনক ঐতিহাসিক ব্যর্থতার ক্ষতিপূরণ নিয়ে ভাবা।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ সমাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করেন। তিনি বলেন: ৭০ দিন পেরিয়ে গেছে-হামাস নির্মূল হয় নি, প্রতিরোধ শক্তি নিরস্ত্র হয় নি, ইসরাইলি যুদ্ধবন্দিরা যুদ্ধের মধ্য দিয়ে মুক্ত হয় নি, গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা বাস্তবায়িত হয় নি। ফিলিস্তিনী নারী ও শিশুদের ওপর নির্বিচার যুদ্ধাপরাধ করা সত্ত্বেও অসম যুদ্ধে ফিলিস্তিনীদের বিজয় সুনিশ্চিত প্রায়।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ