জানুয়ারি ০৯, ২০২৪ ০৯:৪৯ Asia/Dhaka
  • ইসরাইল বিরোধী যুদ্ধে ‘আল-আকসা তুফান’ টার্নিং পয়েন্ট: ইরানি জেনারেল

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, অবৈধ দখলদার ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামে ‘আল-আকসা তুফান’ অভিযান টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে।

তিনি গতকাল (সোমবার) তেহরানে এক বক্তব্যে আরো বলেছেন, যখন গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং গোটা পৃথিবী থেকে এই ভূখণ্ড বিচ্ছিন্ন তখন একদল ফিলিস্তিনি যোদ্ধা এরকম একটি সফল অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করেছে এবং তারা আন্তর্জাতিক মানের গোয়েন্দা ও সামরিক সক্ষমতা প্রদর্শন করে শত্রু বাহিনীকে হতবাক করে দিয়েছে।  জেনারেল বাকেরি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিয়ে ইহুদিবাদী সরকারকে তার ভবিষ্যতের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করে দিয়েছে।

ইরানের শীর্ষ জেনারেল বলেন, ৭ অক্টোবরের ওই অভিযানের পর নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী বাহিনীর সব রকম পাশবিকতা সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা এখন পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, গাজাবাসী ফিলিস্তিনিদের কোনো বিষয়েই কোনো উদ্বেগ নেই বরং তারা তাদের লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে ইহুদিবাদী সেনারা মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে। অবরুদ্ধ থাকার পাশাপাশি বড় রকমের ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও গাজাবাসীর প্রতিরোধ সংগ্রামের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য ফিলিস্তিনি যোদ্ধারা লড়াই করে যাচ্ছেন।

জেনারেল বাকেরি বলেন, খালি হাতে দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে লড়াই করছে তাতে প্রমাণিত হয়, মাত্র একদিনের জন্য আমেরিকা  ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করলেই তেল আবিবের পতন ঘটবে। মার্কিন সরকার প্রতিদিন ইসরাইলে যুদ্ধবিমান, বোমা ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক কিছু দেশও ইসরাইলকে সামরিক সহযোগিতা করে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ