নাকবা দিবসে ইসমাইল হানিয়ার হুঁশিয়ারি
‘আমাদের ভূমি থেকে ইসরাইলের মুছে যাওয়া অবশ্যম্ভাবী’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটি ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরাইলের মুছে যাওয়ার বিষয়টি নিশ্চিত এবং চূড়ান্ত পরিণতিতে ইসরাইলের অস্তিত্ব থাকবে না।
গতকাল (বুধবার) নাকবা দিবসের বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে হামাস নেতা একথা বলেন। ১৯৪৮ সালের এই দিনে পশ্চিমা ষড়যন্ত্রে ফিলিস্তিনি ভূখণ্ড জবর দখলের মাধ্যমে অবৈধ ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সে সময় রাতারাতি ফিলিস্তিনের অন্তত সাড়ে সাত লাখ মানুষকে উদ্বাস্ত করা হয় যারা আজও মাতৃভূমিতে ফিরতে পারেননি। এ দিবসকে ফিলিস্তিনরা ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে স্মরণ করে।
হামাস নেতা বলেন, “আমাদের ভূমি থেকে ইসরাইল মুছে যাবে- এটি পবিত্র কুরআনের কথা যা অবশ্যম্ভাবি এবং ঐতিহাসিকভাবে সত্য। তারা ফিলিস্তিনি জাতি এবং পবিত্র স্থানগুলোকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিন ইস্যু আমাদের সচেতন জনগণ এবং সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে রয়েছে।”
ইসমাইল হানিয়া বলেন, “গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে যে অপারেশন আল-আকসা পরিচালিত হয়েছে তা ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতা আন্দোলনের পটভূমি হিসেবে কাজ করবে। এই অভিযানের মধ্য দিয়ে ফিলিস্তিনের যোদ্ধারা ইসরাইলের অত্যন্ত সুরক্ষিত শক্ত ঘাঁটিগুলোতে ঢুকে পড়েছে এবং তারা এক সময়কার অপরাজেয় ইসরাইলি বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইহুদিবাদী ইসরাইল কীভাবে ফিলিস্তিনি জনগণের ওপর বিশেষ করে নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে।”
বক্তৃতার এক পর্যায়ে হামাস নেতা বলেন, হামাস আছে এবং তারা থাকবে। গাজা উপত্যকা থেকে হামাসকে বহিষ্কার করা হবে বলে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা যে দাবি করছেন তাকে নাকচ করে দেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, এই আগ্রাসন ভেঙে পড়বে এবং ইসরাইল আমাদের ভূমি থেকে বিতাড়িত হবে, তার জন্য যত সময়ই লাগুক না কেন।”
সম্ভাব্য যুদ্ধবিরতি সম্পর্কে ইসমাইল হানিয়া বলেন, যেকোন চুক্তি করতে হলে ইসরাইলকে অবশ্যই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার শর্ত মানতে হবে। এছাড়া, সঠিকভাবে বন্দী বিনিময় করতে হলে গাজার উদ্বাস্তু জনগণকে তাদের ঘরবাড়িতে ফেরার সুযোগ দিতে হবে, গাজার পুনর্গঠন করতে হবে এবং ১৬ বছরের অবরোধ প্রত্যাহার করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।