জানুয়ারি ৩০, ২০২৪ ০৯:৫৫ Asia/Dhaka
  • সন্ত্রাসবাদের অভিন্ন হুমকির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে ইরান ও পাকিস্তান

সন্ত্রাসবাদের অভিন্ন হুমকির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার কথা ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান। পাকিস্তান সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পাক সেনাপ্রধান জেনারেল সাইয়েদ আসিম মুনিরের মধ্যে গতকাল (সোমবার) অনুষ্ঠিত বৈঠক থেকে এই ঘোষণা দেয়া হয়।

দুজনই সন্ত্রাসবাদের অভিন্ন হুমকির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরো সমন্বয় এবং গোয়েন্দা তথ্য শেয়ার করার ওপর জোর দেন। রাওয়ালপিন্ডি শহরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই কর্মকর্তা দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অবস্থা বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, ইসলামাবাদ এবং তেহরান ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করা ও বিদ্যমান উদ্বেগের বিষয়গুলো দূর করা জরুরি। আমির-আব্দুল্লাহিয়ান এবং আসিম মুনির আবারো ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে ও দুই দেশের বিরুদ্ধে প্রতিটি নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য নিজেদের জোরালো সংকল্প ব্যক্ত করেন।

তারা বলেন, ইরান ও পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোর ভাগ্য পরস্পরের সাথে জড়িত। পাশাপাশি অভিন্ন সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর জন্য দুই কর্মকর্তা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।# 

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ