মে ০৪, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka
  • ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে গাম্বিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আফ্রিকার দেশ গাম্বিয়া পৌঁছেছেন। আজ ৪ মে এবং আগামীকাল ওআইসির ১৫তম শীর্ষ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ (শনিবার) সকালে আমির আবদুল্লাহিয়ান একটি প্রতিনিধি দল নিয়ে গাম্বিয়ার রাজধানী বানজুলে পৌঁছান। 

ঐক্য এবং সংহতি জোরদারের মধ্য দিয়ে টেকসই উন্নয়নের স্লোগানকে সামনে রেখে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফিলিস্তিন সংকটসহ মুসলিম বিশ্বের নানামুখী চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে -সে বিষয়গুলো আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে।

মুসলিম বিশ্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ওআইসির শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের বিভিন্ন নেতা এবং কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ