মে ০৪, ২০২৪ ১৫:১১ Asia/Dhaka
  • মার্কিন বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইরানের আরো ২ বিশ্ববিদ্যালয় 

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ দেয়ার দায়ে যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়। নতুন এ তালিকায় যুক্ত হয়েছে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আল্লামা তাবাতাবাঈ ইউনিভার্সিটি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মানসুর আম্বিয়া বলেছেন, “আমেরিকা থেকে বহিষ্কার হওয়া ফিলিস্তিনপন্থী ছাত্রদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা একই শর্তে এবং একই সুবিধার আওতায় ভর্তির প্রস্তাব দিচ্ছি।“ এসব শিক্ষার্থী তাদের নিজ দেশে যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন তারা ইরানে সেইসব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন মানসুর আম্বিয়া। 

আল্লামা তাবাতাবাঈ ইউনিভার্সিটির সভাপতি আব্দুল্লাহ মুতামেদি জানিয়েছেন, আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত শিক্ষক ও শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়ার ব্যাপারে এই বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়টি ফারসি ভাষা শেখার ব্যবস্থা করবে। এর আগে ইরানের তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং শিরাজ বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়ার ঘোষণা দেয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে গত ১৮ এপ্রিল থেকে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সে বিক্ষোভ এখন সারা আমেরিকায় ছড়িয়ে পড়েছে। এমনকি ইউরোপ এবং কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ হচ্ছে। গাজায় আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরাইলকে পূর্ণ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই  বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা ইসরাইলের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নানারকম দমন পীড়ন চালাচ্ছে মার্কিন পুলিশ। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন সরকার।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ