সিরিয়ায় কূটনীতি জোরদার করার আহ্বান জানাল ইরান ও রাশিয়া
(last modified Wed, 12 Oct 2016 00:55:02 GMT )
অক্টোবর ১২, ২০১৬ ০৬:৫৫ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ - মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    সের্গেই ল্যাভরভ - মোহাম্মাদ জাওয়াদ জারিফ

সিরিয়ার চলমান সংঘর্ষ বন্ধের লক্ষ্যে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইরান ও রাশিয়া। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।

টেলিফোন সংলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান হবে না এবং একমাত্র কূটনৈতিক পন্থায় এ সংকট নিরসন করা সম্ভব।

আলী আকবর বেলায়েতি

এর আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকটের সমাধান করতে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা জরুরি। রাজধানী তেহরানে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বেলায়েতি।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদদে সহিংসতা চলছে যাতে এ পর্যন্ত প্রায় চার লাখ মানুষের প্রাণহানি হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২

ট্যাগ