পারস্য উপসাগরীয় তিন দ্বীপের সার্বভৌমত্ব ধরে রাখতে কোনো প্রচেষ্টা বাদ দেবে না তেহরান
(last modified Thu, 24 Oct 2024 12:21:53 GMT )
অক্টোবর ২৪, ২০২৪ ১৮:২১ Asia/Dhaka
  • পারস্য উপসাগরীয় তিন দ্বীপের সার্বভৌমত্ব ধরে রাখতে কোনো প্রচেষ্টা বাদ দেবে না তেহরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পারস্য উপসাগরের তিন দ্বীপের উপর সার্বভৌমত্ব ধরে রাখার বিষয়ে তেহরান সব ধরনের প্রচেষ্টা চালাবে, কোনো সুযোগ বাদ দেবে না।

গতকাল (বুধবার) রাশিয়ার কাজান শহরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ দিন জায়েদ আল নাহিয়ানের সাথে ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপের সময় এসব কথা বলেন আব্বাস আরাকচি।

তিনি জানান, দুই প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের কথা ছিল না, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ফাঁকে তারা হঠাৎ করেই সংক্ষিপ্ত বৈঠক করেছেন। ইরান ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের বৈঠকে ফিলিস্তিনের ঘটনাবলী এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তবে দুই দেশের প্রাকৃতিক এবং দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় অন্যতম প্রতিবেশী দেশ এবং তার সাথে তেহরানের সম্পর্ক যথেষ্ট ভালো। তারপরেও পারস্য উপসাগরে যে তিনটি দ্বীপ নিয়ে আমিরাতের সাথে মতপার্থক্য রয়েছে সেটি যথেষ্ট জোরালো এবং এক্ষেত্রে ইরান কখনোই এসব দ্বীপের মালিকানার ব্যাপারে নিজের শক্ত অবস্থান জানান দেয়ার প্রচেষ্টা বাদ রাখেনি।

পারস্য উপসাগরীয় গ্রেটার টান্ব ও লেসার টান্ব এবং আবু মুসা দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের দ্বন্দ্ব রয়েছে। পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এসব দ্বীপে ইরানের মালিকানার বিরোধিতা করে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে। ইরান তাৎক্ষণিকভাবে ওই বিবৃতির প্রতিবাদ করে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৪

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ