সিনওয়ারের শাহাদাতে চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 20 Oct 2024 03:28:33 GMT )
অক্টোবর ২০, ২০২৪ ০৯:২৮ Asia/Dhaka
  • ইস্তাম্বুলে ইয়াহিয়া সিনওয়ারের ছবি নিয়ে মিছিল
    ইস্তাম্বুলে ইয়াহিয়া সিনওয়ারের ছবি নিয়ে মিছিল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল কাউন্সিলের তিন সদস্য মোহাম্মাদ দারবিশ, খলিল আল-হাইয়্যা এবং মুসা আবু মারজুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতে তিন হামাস নেতাকে সমবেদনা জানান এবং এই সংগঠনের প্রতি ইরানের অনুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, সিনওয়ার ও তার সহযোদ্ধাদের শাহাদাতে গোটা মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষ গর্বিত। তাদের রক্তের বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্যে যে প্রতিরোধ আন্দোলন চলছে তা ত্বরান্বিত হবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

গাজা উপত্যকা ও লেবাননসহ অন্যান্য মুসলিম ভূখণ্ডে যে ভয়াবহ অপরাধযজ্ঞ চলছে তার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতা নিয়ে এসব অপরাধযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

সাক্ষাতে হামাসের পলিটিক্যাল কাউন্সিলের সভাপতি মোহাম্মাদ ইসমাইল দারবিশ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি অবিচল সমর্থন দিয়ে যাওয়ার কারণে ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইসলামি ও নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনি রীতিনীতি অনুযায়ী ইরান ফিলিস্তিনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে বলেন, শুধু ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যেই যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রয়েছে তা নয় বরং ইয়েমেন, ইরাক, লেবানন ও সিরিয়ার প্রতিরোধ শক্তিগুলোর সঙ্গেও ফিলিস্তিনিদের ঐক্য ও সংহতি অটুট রয়েছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ