ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া: পশ্চিমা নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই
https://parstoday.ir/bn/news/iran-i155642-ইরানি_স্যাটেলাইট_উৎক্ষেপণের_বিষয়ে_নেটিজেনদের_প্রতিক্রিয়া_পশ্চিমা_নিষেধাজ্ঞার_কোনো_প্রভাব_নেই
পার্সটুডে- ইরানের স্যাটেলাইট সফলভাবে মহাকাশে প্রেরণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আলোড়ন সৃষ্টি করেছে। এক্স ব্যবহারকারীরা ইরানের এই সাফল্যের প্রশংসা করেছেন।  
(last modified 2025-12-30T14:34:19+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৫ ১৭:১১ Asia/Dhaka
  • স্যাটেলাইট উৎক্ষেপণ
    স্যাটেলাইট উৎক্ষেপণ

পার্সটুডে- ইরানের স্যাটেলাইট সফলভাবে মহাকাশে প্রেরণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আলোড়ন সৃষ্টি করেছে। এক্স ব্যবহারকারীরা ইরানের এই সাফল্যের প্রশংসা করেছেন।  

গত রোববার ইরানের তিনটি স্যাটেলাইট—“জাফর ২”, “পায়া” এবং “কৌসার ১.৫" রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ কেন্দ্র থেকে সায়ুজ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে। এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে এক্স-এর ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেছেন।

এক্স ব্যবহারকারী  ট্যাবিটা শার্লি এসব স্যাটেলাইট উৎক্ষেপণকে স্পষ্ট বার্তা হিসেবে দেখেছেন। তিনি লিখেছেন, "স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ একটি স্পষ্ট বার্তা নিয়ে আসে। ইরান নিজেদের জ্ঞানের উপর ভরসা করে এই শক্তি অর্জন করেছে।"

আরেকজন এক্স ব্যবহারকারী লু রেজ ইরানের মহাকাশ কর্মসূচির বিস্তৃতির ক্ষেত্রে এটিকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, "ইরান সফলভাবে তিনটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং এর মাধ্যমে তারা তাদের মহাকাশ ও স্যাটেলাইট কর্মসূচির আরেকটি মাইলফলক অর্জন করেছে। এই স্যাটেলাইটগুলো রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক গবেষণা এবং যোগাযোগ সহায়ক কাজে ব্যবহৃত হবে।"

এছাড়া, আরেক ইরানি ব্যবহারকারী মোহাম্মদ আখবরজাদে দেশের তরুণদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যত নির্মাণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "কৌসার স্যাটেলাইট থেকে প্রথম সিগনাল পাওয়ার সময় খুবই আনন্দিত হয়েছিলাম, এটি একটি পুরো তরুণ দলের কাজ, এই দলের সদস্যদের বয়স ৩০-এর কম। এই তরুণদের আশাবাদ এবং শক্তি যেকোনো কঠিন কাজকেও সম্ভব করে তোলে। এই পরিশ্রমী এবং উদ্যমী তরুণরা ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলছে।"

আরেক নেটিজেন শেখ তারাওয়ালি পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও ইরানের অগ্রগতির কথা উল্লেখ করে লিখেছেন, "পাশ্চাত্য ও ইসরায়েলের ধ্বংসাত্মক প্রচেষ্টার পরও ইরান তার অগ্রগতি এবং উন্নতির পথ অব্যাহত রেখেছে।"

আরেকজন এক্স ব্যবহারকারী ফ্যাবিও সিলভা ইরানিদের সৃজনশীলতা এবং সক্ষমতা সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে, কিন্তু তার অগ্রগতি থামানো যাবে না। ইরানিরা সৃজনশীল এবং সক্ষম জাতি।"

ক্রিপ্টো ড্যাডি নামের আরেকজন এক্স ব্যবহারকারী পশ্চিমা নিষেধাজ্ঞার অকার্যকারিতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করছে।"#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।