ইসরাইল ব্যর্থ হয়েছে; এর চেয়েও বড় ব্যর্থ পাশ্চাত্য সভ্যতা: ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Wed, 23 Oct 2024 15:00:22 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ২১:০০ Asia/Dhaka
  • ইসরাইল ব্যর্থ হয়েছে; এর চেয়েও বড় ব্যর্থ পাশ্চাত্য সভ্যতা: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ৫০ হাজারের বেশি নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করার পরও প্রতিরোধ ফ্রন্টকে ধ্বংস করতে পারেনি দখলদার ইসরাইল। তবে পশ্চিমা সভ্যতা এবং পশ্চিমা রাজনীতিবিদরা এর চেয়েও বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে।

তিনি বলেন, শয়তানি ফ্রন্টের মোকাবেলায় দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে প্রতিরোধ ফ্রন্ট। ইনশাআল্লাহ প্রতিরোধ ফ্রন্টই বিজয়ী হবে।

আজ (বুধবার) ইরানের 'ফার্স প্রদেশের ১৫ হাজার শহীদ' শীর্ষক কংগ্রেস বা সম্মেলনের আয়োজকদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের হামাস  নেতা শহীদ সিনওয়ারের মতো মানুষ যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেন, তারা না থাকলে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য এক রকম হতো, আর এখন তাদের মতো মানুষের অস্তিত্ব আছে বলেই এই অঞ্চলের ভাগ্য অন্য রকম হয়েছে। একইভাবে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মতো মহান ব্যক্তিরা যারা জিহাদ, বিবেক-বুদ্ধি, সাহস ও ত্যাগের সম্মিলন ঘটিয়ে তা কাজে লাগান, তারা না থাকলে আন্দোলন অন্য পথে যেতো, কিন্তু এখন তাদের অস্তিত্ব আছে বলেই আন্দোলন বর্তমান অবস্থায় এগিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পাশ্চাত্য গত কয়েক শতাব্দী ধরে মানবাধিকারের বুলি আউড়িয়ে যাচ্ছে, কিন্তু পুরো সময়টায় তারা মিথ্যা বলেছে। তারা নিজেরাই এটা প্রমাণ করেছে। কিন্তু পশ্চিমারা তাতে একটু ভ্রু পর্যন্ত কোঁচকায় নি। পশ্চিমা রাজনীতিবিদরা নিজেরাই নিজেদেরকে অপমানিত করেছেন। তারা ব্যর্থ।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এটাই পশ্চিমা সভ্যতা। তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজেদের লোকদের কাছ থেকে অর্থ নিয়ে তা দিয়ে ছোট ও নিষ্পাপ শিশুদের হত্যা করছে, পরিবার ধ্বংস করছে, হাজার হাজার মানুষকে শহীদ করছে, হাজার হাজার শিশু এতিম হচ্ছে। কিন্তু এতে তাদের কিছু যায় আসে না। ইহুদিবাদী ইসরাইলের পেছনে রয়েছে এক শয়তানি ফ্রন্ট। প্রতিরোধ ফ্রন্ট সেই শয়তানি ফ্রন্টের মোকাবিলা করছে। প্রতিরোধ ফ্রন্ট শয়তানি ফ্রন্টের মোকাবেলায় দৃঢ় অবস্থান নিয়েছে। আল্লাহর রহমতে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল প্রতিরোধ সংগঠনগুলোকে ধ্বংস করতে পারবে। প্রতিরোধ সংগঠনগুলোর কয়েকজন বিশিষ্ট শীর্ষ নেতা শহীদ হলেও এই ফ্রন্ট একই শক্তি নিয়ে লড়াই করে যাচ্ছে। এটাই ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে বড় ব্যর্থতা।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ