প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম
(last modified Wed, 23 Oct 2024 08:47:22 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ১৪:৪৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম

বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ (বুধবার) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ-আলটিমেটাম এসেছে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?’ জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমাদের অবস্থান আপনারা দেখেছেন, আমরা বলেছি তারা (বিক্ষোভকারীরা) যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আমরা বলছি কোনো অগ্রগতি হলে আপনারা জানবেন।’ তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

রাষ্ট্রপতির অপসারণ দাবিতে বিক্ষোভ, বিদায়ের ক্ষেত্র প্রস্তুত

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ-অবরোধ

উল্লেখ্য,  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে চাপ বাড়ছে। রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করবেন, নাকি সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে—এটাই এখন মূল আলোচনা। রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের পদ্ধতি কী হবে, আগামী দু-তিন দিনের মধ্যে তা স্পষ্ট হতে পারে।

রাজধানীসহ বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গতকাল মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। সেখানে এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। একই দাবিতে শাহবাগ ও বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন।#

পার্সটুডে/জিএআর/২৩

 

ট্যাগ