সিরিয়ায় অবিলম্বে মানবিক এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করুন: জারিফ
(last modified Thu, 13 Oct 2016 13:31:45 GMT )
অক্টোবর ১৩, ২০১৬ ১৯:৩১ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ ও সের্গেই ল্যাভরভ
    জাওয়াদ জারিফ ও সের্গেই ল্যাভরভ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ অবিলম্বে সিরিয়ায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোন সংলাপে এ আহ্বান জানান তিনি।

গত ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা ফোনালাপ করলেন জারিফ এবং ল্যাভরভ। সিরিয়ার সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ আলাপ করেন। 

সিরিয়া নিয়ে আলোচনার জন্য শনিবারে সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে তুর্কি, কাতার, সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩

 

ট্যাগ