ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাল্লা এখন ৭০০ কি.মি: ইরান
(last modified Wed, 17 Oct 2018 12:55:47 GMT )
অক্টোবর ১৭, ২০১৮ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইরানের ফতেহ ক্ষেপণাস্ত্র
    ইরানের ফতেহ ক্ষেপণাস্ত্র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, তার দেশের হাতে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তার পাল্লা এখন ৭০০ কিলোমিটারে বাড়নো হয়েছে।

তিনি বলেন, “এখন থেকে আমরা ৭০০ কিলোমিটার দূরের যুদ্ধজাহাজকে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানতে পারব।”  তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশনায় এসব উন্নতি করা হয়েছে।

ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

জেনারেল হাজিজাদেহ বলেন, “আমরা যেসব ক্ষেপণাস্ত্র উৎপাদন করি তার পাল্লা ২০০ থেকে ২,০০০ কিলোমিটার এবং সবগুলোই নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম।” আগে যেসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে সেগুলোকেও উন্নত করা হয়েছে বলে জানান তিনি।

ইরানের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকার পরও গত কয়েক বছর ধরে তেহরান তার সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।#  

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ