ডিসেম্বর ০৯, ২০১৮ ১৮:৩৬ Asia/Dhaka
  • গাড়িবোমা হামলার পরের দৃশ্য
    গাড়িবোমা হামলার পরের দৃশ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি জানিয়েছেন, গত বৃহস্পতিবার বন্দরনগরী চবাহারে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তাতে জড়িত থাকার দায়ে এরইমধ্যে ১০ জনকে আটক করা হয়েছে।

তিনি আজ (রোববার) আরো বলেছেন, স্থানীয় লোকজনের সহায়তায় বাকিদেরকে শিগগিরি আটক করা সম্ভব হবে।

জেনারেল আশতারি বলেন, চবাহার পুলিশ ফোর্সের সচেতনতার কারণে সময়মতো সন্ত্রাসীদের বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছিল। এজন্য তিনি স্থানীয় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি জানান, পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই বিস্ফোরকভর্তি গাড়িকে ধ্বংস করা সম্ভব হয়েছিল।

গাড়িবোমা হামলার পরের দৃশ্য

গত বৃহস্পতিবার বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সন্ত্রাসীরা চবাহার শহরের একটি পুলিশ সদরদপ্তরে হামলার চেষ্টা চালায়। তবে আগেই গাড়িটি ধ্বংস করা সম্ভব হলেও অন্তত দুই পুলিশ নিহত ও ২৮ ব্যক্তি আহত হয়েছিল। হামলায় আত্মঘাতী বোমা হামলাকারীও নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ