মে ২৩, ২০২০ ১৩:২৫ Asia/Dhaka
  • তেহরানের একটি সামরিক স্থাপনা পরিদর্শন করছেন জেনারেল বাকেরি (মাঝখানে ঘন সবুজ পোশাকে)
    তেহরানের একটি সামরিক স্থাপনা পরিদর্শন করছেন জেনারেল বাকেরি (মাঝখানে ঘন সবুজ পোশাকে)

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যসহ দূরপ্রাচ্য ও পাশ্চাত্যের সর্বত্র মার্কিন বাহিনীর তৎপরতা ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা নজরদারিতে রয়েছে। কাজেই বিশ্বের যেকোনো স্থানে ইরানের স্বার্থ বিপন্ন করার যেকোনো প্রচেষ্টার জবাব দিতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি শুক্রবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, শত্রু  সেনাদের ছোট-বড় সব ধরনের তৎপরতা পর্যবেক্ষণ করা এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিয়মিত কাজের অংশ।

ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকার

ভেনিজুয়েলাগামী কয়েকটি ইরানি তেল ট্যাংকারের গতিবিধি বাধাগ্রস্ত করার জন্য মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর জেনারেল বাকেরি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের তেল ট্যাংকারের যেকোনো ধরনের ক্ষতি করার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ